টাকা না থাকলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বন্ধক রেখে দেওয়া হতো হেরোইন

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১০৩২ জন সংবাদটি পড়েছেন
টাকা না থাকলে নিত্য প্রয়োজনীয় মূল্যবান দ্রব্যের বিনিময়ে মাদকসেবীদের কাছে সরবরাহ করা হতো হেরোইন। মাদক ব্যবসায়ী কাজলী বেগমকে জিজ্ঞাসাবাদের পর পুলিশি জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দিয়েছে। মঙ্গলবার রাতে রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ীর ডিবি পুলিশ। সে ১৭টি মাদক মামলার আসামি মিলন কসাইয়ের আপন বোন।
রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গত সোমবার রাতে পাঁচ গ্রাম হেরোইন ও ১৩টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয় মিলন কসাইকে। তার দেওয়া তথ্যমতে কাজলী বেগমকে গ্রেপ্তার করা হয়। ১৩টি মোবাইল সেটের ব্যবহার বিষয়ে কাজলী বেগমের কাছে জানতে চাইলে সে জানায়; মাদকসেবীদের কাছে টাকা না থাকলে মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র বন্ধক রেখে হেরোইন গ্রহণ করে। কাজলী বেগমের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :