স্কুলশিক্ষক মিজান হত্যার প্রতিবাদে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১১৭১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে কলিমহর ইউনিয়নের সাজুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ পাংশা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
কলিমহর ইউপি চেয়ারম্যান বিলকিস বানুর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু, পাংশা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজো গোবিন্দ দেব, সহ সভাপতি দীপক কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, কলিমহর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র বিশ^াস প্রমুখ। বক্তারা শিক্ষক মিজানুর রহমান হত্যার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অনুষ্ঠানে পাংশার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল রোববার রাত সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুল শিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি একই ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।