স্কুল শিক্ষক মিজান হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি ২ দিনের রিমান্ডে
- প্রকাশের সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১১৩১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান হত্যার ঘটনায় গ্রেপ্তার অসিত প্রামানিককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে রাজবাড়ীর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার অসিত প্রামানিক পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, স্কুল শিক্ষক মিজানুর রহমান হত্যার ঘটনায় তার স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে সংযুক্ত আসামি হিসেবে অসিত প্রামানিকের কথা উল্লেখ রয়েছে। একারণে মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে অসিত প্রামানিককে বসাকুষ্টিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত চলছে। এ ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাংশা থানার এসআই দীপংকর কুন্ডু জানান, অসিত প্রামানিককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুল শিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি একই ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।