রাজবাড়ীতে আগুনে পুড়ে অঙ্গার গবাদি পশু হাঁস মুরগি
- প্রকাশের সময় : ০৯:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১১৩৪ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামে প্রবাসী জাহাঙ্গীর শেখের খামারে অগ্নিকান্ডে সাতটি গরু, তিনটি ছাগল এবং ১৫টি হাঁস-মুরগি পুড়ে অঙ্গার হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় আট লাখ টাকার। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত আড়াইটার দিকে জাহাঙ্গীর শেখের বাড়ি সংলগ্ন গবাদি পশু ও হাঁস মুরগির খামারে অগ্নিকান্ডের সূত্রপাত হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজবাড়ী থেকে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
জাহাঙ্গীর শেখের স্ত্রী বিলকিস বেগম জানান, রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। গরু-ছাগলের ডাক চিৎকার শুনে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান। তিনি চিৎকার দিয়ে লোকজন জড়ো করেন। আগুন নেভানোর আগেই সব শেষ। খামারে থাকা সাতটি গরু, তিনটি ছাগল ও ১৫টি হাঁস মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। তার আর সম্বল বলতে কিছুই রইল না। দুটি ছাগল আহতাবস্থায় বেঁচে আছে। গত দু’বছর যাবৎ অনেক কষ্ট করে খামারটি গড়ে তুলছিলেন তিনি। তার স্বামী বিদেশ গিয়েছে। কিন্তু ভালো কোম্পানী না পাওয়ায় এই খামারটির আয়ে তার সংসার চলতো বলে জানান তিনি।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুর রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জাহাঙ্গীর শেখের স্ত্রী অনেক কষ্ট করে খামারটি গড়ে তুলছিলেন। এতে তার সমূহ ক্ষতি হলো।