রাজবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন
- প্রকাশের সময় : ০৮:৫৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১৪০ জন সংবাদটি পড়েছেন
‘আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ ¯েøাগানকে সামনে রেখে সোমবার রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধ, জেন্ডার সমতা এবং শিশু অধিকার বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে ও রাজবাড়ী জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, রেভিনিউ ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ পরিচালক আজমীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী জেরিন আফরোজ।
দিনব্যাপী আয়োজনে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ ও বাল্যবিয়ে নিরোধ নীতিমালা ২০১৮ বাস্তবায়নে সাংবাদিকদের ভ‚মিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় এবং প্রস্তাবনাও তুলে ধরা হয়। জেলার ২৫ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।