Dhaka ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পদ্মায় বালুবাহী ট্রলারে গুলি, ২ শ্রমিক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১১০৯ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে পদ্মা নদীতে বালুবাহী ট্রলারে অতর্কিতে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। তারা হলো বাগেরহাট জেলার শরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮) এবং রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মো. আব্দুল্লাহ (৫০)। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা নামক এলাকার পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক আব্দুর রব জানান, তারা ট্রলারে বালু ভর্তি করে ইঞ্জিন চালু করেন। এসময় একটি স্পিডবোর্ডে আসা চার পাঁচজন লোক অতর্কিতভাবে তাদের উপর গুলিবর্ষণ করে। তার মুখে ও পেটে তিনটি গুলি লেগেছে। আব্দুলাহর  মুখে ও  পেটে লেগেছে দুটি গুলি।

স্থানীয়রা জানায়, বালুর ট্রলার থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে একটি চক্র। কয়েকদিন ধরে চাঁদা দেওয়া বন্ধ করায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারই জের ধরে ঘটেছে এ ঘটনা।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সি সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান, রব ও আব্দুল্লাহর শরীরের মধ্যে গুলি রয়ে গেছে। এক্সরে করে দেখা গেছে গুলি অনেক ছোট। অপারেশন করে বের করতে হবে। তবে দুজনই শঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি।

রাজবাড়ী থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, ঘটনার পর থেকে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর পদ্মায় বালুবাহী ট্রলারে গুলি, ২ শ্রমিক গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

 রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে পদ্মা নদীতে বালুবাহী ট্রলারে অতর্কিতে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। তারা হলো বাগেরহাট জেলার শরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮) এবং রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মো. আব্দুল্লাহ (৫০)। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা নামক এলাকার পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক আব্দুর রব জানান, তারা ট্রলারে বালু ভর্তি করে ইঞ্জিন চালু করেন। এসময় একটি স্পিডবোর্ডে আসা চার পাঁচজন লোক অতর্কিতভাবে তাদের উপর গুলিবর্ষণ করে। তার মুখে ও পেটে তিনটি গুলি লেগেছে। আব্দুলাহর  মুখে ও  পেটে লেগেছে দুটি গুলি।

স্থানীয়রা জানায়, বালুর ট্রলার থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে একটি চক্র। কয়েকদিন ধরে চাঁদা দেওয়া বন্ধ করায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারই জের ধরে ঘটেছে এ ঘটনা।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সি সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান, রব ও আব্দুল্লাহর শরীরের মধ্যে গুলি রয়ে গেছে। এক্সরে করে দেখা গেছে গুলি অনেক ছোট। অপারেশন করে বের করতে হবে। তবে দুজনই শঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি।

রাজবাড়ী থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, ঘটনার পর থেকে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।