ডিবির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১৬০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন বিআই ডাব্লিও টি এর ব্যারাকের সামনে ট্রান্সডমিটারের পাশে পাকিং করা দুই বাসের মাঝখান হতে ৬ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের জলিল খার ছেলে সাপুড়ে ইউসুফ, গোয়ালন্দ ঘাট উপজেলার কাজীপাড়া গ্রামের হাসেম শেখের ছেলে মিরাজ শেখ, শাহাদত মেম্বারপাড়া গ্রামের ওহাব শেখের ছেলে জাহাঙ্গীর শেখ এবং নজরুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম।
রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে হেরোইনসহ হাতেনাতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য ৬০ হাজার টাকা। এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে।
Tag :