মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণে ৩ ব্যবসায়ীর জরিমানা
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১৪৫ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশায় বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করে।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে উপজেলার বৃত্তিডাঙ্গা বাজারের সোহাগ স্টোরকে দুই হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এআর ড্রাগ হাউসকে পাঁচ হাজার টাকা এবং প্রতিশ্রæত ওষুধ যথাযথভাবে সরবরাহ না করায় মন্ডল ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় এসব জরিমানা আদায়সহ তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
Tag :