রাজবাড়ীতে চার দিন ব্যাপী নাট্যাৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১২০১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী থিয়েটার এর চার যুগ পূর্তিতে ৪ দিনব্যাপী নাট্যোৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের বড়পুল ঘরছাড়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ থেকে ১২ ফেব্রæয়ারী রাজবাড়ীর ঐতিহাসিক আজাদী ময়দানে এ নাট্যাৎসব অনুষ্ঠিত হবে। চার দিন ব্যাপী নাট্যাৎসবের উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ। নাট্যোৎসবের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। নাট্যাৎসবে দেশের প্রতিষ্ঠিত নাট্যদলসহ ভারতের পশ্চিমবঙ্গের একটি নাট্যদল এ উৎসবে অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল। সভাপতিত্ব করেন রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা। অন্যদের মাঝে বক্তৃতা করেন সাংবাদিক লিটন চক্রবর্তী, থিয়েটারের সহ সভাপতি কাজী মিজানুর রহমান পলাশ, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।