গোয়ালন্দে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ প্রতিনিধি
- প্রকাশের সময় : 08:55:55 pm, Friday, 2 December 2022
- / 1057 জন সংবাদটি পড়েছেন
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে হেরোইনসহ শামীম শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শামছু মাস্টারের পাড়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কের গ্রেপ্তারকৃত শামীম শেখের বাড়ির সামনে থেকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শামীমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Tag :