Dhaka ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে রবীন্দ্র ভাবনা বিষয়ক সাহিত্য বৈঠক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / ১১৬১ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী সাহিত্য পরিষদের উদ্যোগে ‘রবীন্দ্র ভাবনা’ বিষয়ক সাহিত্য বৈঠক শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচনা ছিলেন ফরিদপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র গবেষক প্রফেসর আলতাফ হোসেন। আলোচনায় অন্যদের মাঝে অংশ নেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী আবৃত্তি পরিষদের সভাপতি নুরুল হক আলম, অরণীর সভাপতি মনিরুল হক মুনির . নাট্যজন ম.নিজাম . মো.আতাউর রহমান .কবি আশ্রাব বাবু . কবি ইউসুফ বাশার আকাশ .অজয দাশ তালুকদার। সভাপতিত্ব করেন রাজবাড়ী সাহিত্য পরিষদের আহবায়ক কবি খোকন মাহমুদ।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ছিলেন সাহিত্যের মহীরূহ। সাহিত্যের এমন কোনো শাখা প্রশাখা নেই যেখানে তার বিচরণ ছিলনা। অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন তিনি। রবীন্দ্রনাথ দেখিয়েছেন অনন্তকাল ধরে সৃষ্টির বিবর্তন ধারা মানুষের ইতিহাসে এসে নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছে। রবীন্দ্রনাথ বিবর্তনের প্রতিটি স্তর বিশ্লেষণ করে দেখিয়েছেন যে, মানুষকে গড়ে তোলার জন্য মানুষের পূর্ববর্তী বিবর্তনের সকল চেষ্টা ক্রিয়াশীল ছিল এবং সৃষ্টির পর সেই মানুষকে সম্পূর্ণভাবে প্রকাশ করে তোলার প্রকৃত লক্ষ্য ছিল।

আবৃত্তি করেন- .মেরুনা বানু মুন .পিযুষ শিকদার .সৈয়দ মজনু .শাহেদ মুশতাক .পারভীন হক .শাহনাজ .তাহমিনা মিমি .ফারজানা মিনি, তাহমিনা মুন্নী .কাবেরী আক্তার .সাকেরা খাতুনইউসুফ বাশার আকাশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে রবীন্দ্র ভাবনা বিষয়ক সাহিত্য বৈঠক

প্রকাশের সময় : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

রাজবাড়ী সাহিত্য পরিষদের উদ্যোগে ‘রবীন্দ্র ভাবনা’ বিষয়ক সাহিত্য বৈঠক শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচনা ছিলেন ফরিদপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র গবেষক প্রফেসর আলতাফ হোসেন। আলোচনায় অন্যদের মাঝে অংশ নেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী আবৃত্তি পরিষদের সভাপতি নুরুল হক আলম, অরণীর সভাপতি মনিরুল হক মুনির . নাট্যজন ম.নিজাম . মো.আতাউর রহমান .কবি আশ্রাব বাবু . কবি ইউসুফ বাশার আকাশ .অজয দাশ তালুকদার। সভাপতিত্ব করেন রাজবাড়ী সাহিত্য পরিষদের আহবায়ক কবি খোকন মাহমুদ।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ছিলেন সাহিত্যের মহীরূহ। সাহিত্যের এমন কোনো শাখা প্রশাখা নেই যেখানে তার বিচরণ ছিলনা। অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন তিনি। রবীন্দ্রনাথ দেখিয়েছেন অনন্তকাল ধরে সৃষ্টির বিবর্তন ধারা মানুষের ইতিহাসে এসে নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছে। রবীন্দ্রনাথ বিবর্তনের প্রতিটি স্তর বিশ্লেষণ করে দেখিয়েছেন যে, মানুষকে গড়ে তোলার জন্য মানুষের পূর্ববর্তী বিবর্তনের সকল চেষ্টা ক্রিয়াশীল ছিল এবং সৃষ্টির পর সেই মানুষকে সম্পূর্ণভাবে প্রকাশ করে তোলার প্রকৃত লক্ষ্য ছিল।

আবৃত্তি করেন- .মেরুনা বানু মুন .পিযুষ শিকদার .সৈয়দ মজনু .শাহেদ মুশতাক .পারভীন হক .শাহনাজ .তাহমিনা মিমি .ফারজানা মিনি, তাহমিনা মুন্নী .কাবেরী আক্তার .সাকেরা খাতুনইউসুফ বাশার আকাশ।