Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / ১১২৬ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে ভ্যানচালক বিল্লাল হোসেন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো বালিয়াকান্দি উপজেলার পদমদী কুড়িপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান, একই উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত দীনু শেখের ছেলে সাইফুল শেখ রিপন, ঘোনার ঘাট গুচ্ছ গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে আব্দুর রাজ্জাক এবং মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে ছালাম শেখ। নিহত বিল্লাল একই উপজেলার বহরপুর কলেজপাড়া এলাকার আলী হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ ডিসেম্বর রাতে একদল দুর্বৃত্ত বিল্লাল হোসেনকে গলা কেটে হত্যা করে তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। পরদিন পুলিশ উপজেলার বহরপুর ইউনিয়নের দিলালপুর এলাকার একটি মশুরি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই দাউদ হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে চারজনের সম্পৃক্ততা পায়। দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

রাজবাড়ী জেলা জজ আদালতের পিপি অ্যড. উজীর আলী জানান, আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেছেন। রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যড. রফিকুল ইসলাম (২) জানান, দন্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নুরুজ্জামান ছাড়া বাকী সবাই অনুপস্থিত ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৮:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

রাজবাড়ীতে ভ্যানচালক বিল্লাল হোসেন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো বালিয়াকান্দি উপজেলার পদমদী কুড়িপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান, একই উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত দীনু শেখের ছেলে সাইফুল শেখ রিপন, ঘোনার ঘাট গুচ্ছ গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে আব্দুর রাজ্জাক এবং মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে ছালাম শেখ। নিহত বিল্লাল একই উপজেলার বহরপুর কলেজপাড়া এলাকার আলী হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ ডিসেম্বর রাতে একদল দুর্বৃত্ত বিল্লাল হোসেনকে গলা কেটে হত্যা করে তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। পরদিন পুলিশ উপজেলার বহরপুর ইউনিয়নের দিলালপুর এলাকার একটি মশুরি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই দাউদ হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে চারজনের সম্পৃক্ততা পায়। দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

রাজবাড়ী জেলা জজ আদালতের পিপি অ্যড. উজীর আলী জানান, আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেছেন। রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যড. রফিকুল ইসলাম (২) জানান, দন্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নুরুজ্জামান ছাড়া বাকী সবাই অনুপস্থিত ছিল।