Dhaka ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কলেজছাত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / ১১১৬ জন সংবাদটি পড়েছেন

বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আফসানা আক্তার। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে। সর্বশেষ খবর অনুযায়ী তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। আহত আফসানা রাজবাড়ী সদর উপজেলার বরাট গ্রামের আমিন মন্ডলের মেয়ে।

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবীব জানান, একাদশ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আফসানা একটি অটোরিক্সায় কলেজের গেটের সামনে নেমে তার এক বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে ছিল। এসময় আরেকটি অটোরিক্সা বেপরোয়া গতিতে এসে তাকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। কলেজের শিক্ষক ও ছাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।

কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর জানান, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তাকে ফরিদপুর থেকে ঢাকায় পাঠানো হচ্ছে।

তিনি বলেন, মহিলা কলেজটি প্রধান সড়ক সংলগ্ন। একারণে কলেজের সামনে একটি গতিরোধক নির্মাণের জন্য কর্তৃপক্ষকে বহুবার অনুরোধ করেছেন। কিন্তু তার সেই অনুরোধ উপেক্ষিতই রয়ে গেছে। যে কারণে এ দুর্ঘটনাটি ঘটলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কলেজছাত্রী

প্রকাশের সময় : ০৯:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আফসানা আক্তার। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে। সর্বশেষ খবর অনুযায়ী তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। আহত আফসানা রাজবাড়ী সদর উপজেলার বরাট গ্রামের আমিন মন্ডলের মেয়ে।

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবীব জানান, একাদশ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আফসানা একটি অটোরিক্সায় কলেজের গেটের সামনে নেমে তার এক বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে ছিল। এসময় আরেকটি অটোরিক্সা বেপরোয়া গতিতে এসে তাকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। কলেজের শিক্ষক ও ছাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।

কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর জানান, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তাকে ফরিদপুর থেকে ঢাকায় পাঠানো হচ্ছে।

তিনি বলেন, মহিলা কলেজটি প্রধান সড়ক সংলগ্ন। একারণে কলেজের সামনে একটি গতিরোধক নির্মাণের জন্য কর্তৃপক্ষকে বহুবার অনুরোধ করেছেন। কিন্তু তার সেই অনুরোধ উপেক্ষিতই রয়ে গেছে। যে কারণে এ দুর্ঘটনাটি ঘটলো।