ইলিশ ও কারেন্ট জাল জব্দ
রাজবাড়ীতে ৩ জেলের কারাদন্ড

- প্রকাশের সময় : 08:51:44 pm, Friday, 14 October 2022
- / 1169 জন সংবাদটি পড়েছেন
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে শুক্রবার রাজবাড়ীতে তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইফুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত জেলেরা হলো রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের শওকত মৃধার ছেলে সুজন মৃধা, নিজাম মৃধার ছেলে মুন্নাফ মৃধা এবং হাতেম মন্ডলের ছেলে বাবলু মন্ডল।
রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব জানান, শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে নদীতে মাছ শিকারকালীন তিন জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২শ মিটার জাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছ একটি এতিমখানায় দান করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে কারাদন্ড দেওয়া হয়।