Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাঁতার কোচ বীর মুক্তিযোদ্ধা এরশাদুন্নবী সেলুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০১:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • / ১১৩৬ জন সংবাদটি পড়েছেন

দুই ভাই বীর মুক্তিযোদ্ধা। দুজনই ছিলেন ক্রীড়াবিদ। দুজনের মৃত্যুর ব্যবধান মাত্র ছয়দিন।

সোমবার সকালে জাতীয় সাঁতার কোচ বীর মুক্তিযোদ্ধা এরশাদুন্নবী সেলু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মাত্র ছয় দিন আগে গত ৪ অক্টোবর তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদন্নবী আলম মারা যান। উভয়েই রাজবাড়ী শহরের ভবানীপুর বড়পুল এলাকার বাসিন্দা ছিলেন।

এরশাদুন্নবী সেলু মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর সাড়ে তিনটায় রাজবাড়ী কাজী হেদায়েত স্টেডিয়ামে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে বাদ আসর রাজবাড়ী খানকাহ শরীফ বড় মসজিদে জানাজার নামাজ শেষে ভবানীপুর নতুন বাজার সংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি জানান, এরশাদুন্নবী সেলু ছিলেন জাতীয় সাঁতার প্রশিক্ষক। রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থারও সাঁতার প্রশিক্ষক ছিলেন তিনি। তার হাতে এ জেলায় অনেক সাঁতারু তৈরি হয়েছিল। যারা দেশ বিদেশে সুনাম কুড়িয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাঁতার কোচ বীর মুক্তিযোদ্ধা এরশাদুন্নবী সেলুর ইন্তেকাল

প্রকাশের সময় : ০৯:০১:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

দুই ভাই বীর মুক্তিযোদ্ধা। দুজনই ছিলেন ক্রীড়াবিদ। দুজনের মৃত্যুর ব্যবধান মাত্র ছয়দিন।

সোমবার সকালে জাতীয় সাঁতার কোচ বীর মুক্তিযোদ্ধা এরশাদুন্নবী সেলু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মাত্র ছয় দিন আগে গত ৪ অক্টোবর তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদন্নবী আলম মারা যান। উভয়েই রাজবাড়ী শহরের ভবানীপুর বড়পুল এলাকার বাসিন্দা ছিলেন।

এরশাদুন্নবী সেলু মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর সাড়ে তিনটায় রাজবাড়ী কাজী হেদায়েত স্টেডিয়ামে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে বাদ আসর রাজবাড়ী খানকাহ শরীফ বড় মসজিদে জানাজার নামাজ শেষে ভবানীপুর নতুন বাজার সংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি জানান, এরশাদুন্নবী সেলু ছিলেন জাতীয় সাঁতার প্রশিক্ষক। রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থারও সাঁতার প্রশিক্ষক ছিলেন তিনি। তার হাতে এ জেলায় অনেক সাঁতারু তৈরি হয়েছিল। যারা দেশ বিদেশে সুনাম কুড়িয়েছে।