Dhaka ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ সংঘর্ষ ॥ ভাইস চেয়ারম্যান সহ ৮ জন আহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৩৮৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন  কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আটজন আহত হয়েছে। শনিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার আর্চ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, মাজবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা কামাল, যুবলীগ কর্মী রাকিবুজ্জামান, শফিকুল ইসলাম, বাচ্চু মন্ডল, রাকিব হোসেন ও সুজন বিশ্বাস। আহতদের মধ্যে চারজনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে কালুখালী উপজেলা শহরের রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে ইউনিয়নগুলো থেকে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়ক হয়ে মিছিল আসতে থাকে। বিকেল চারটার দিকে কালুখালী আর্চ ব্রিজের কাছে দুটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে কালুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী পলাশ আহমেদ জানান, বিকেলে দুই শতাধিক কর্মী নিয়ে তিনি স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে যাচ্ছিলেন। কালুখালী আর্চ ব্রিজ এলাকায় গেলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন আহমেদ জানান, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালায় স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। তারা আমাদের কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এসময় আমাদের কর্মীরা তাদের প্রতিহত করে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে দুই দিক থেকে দুটি মিছিল কালুখালী আর্চ ব্রিজের কাছে এলে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন যথারীতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ সংঘর্ষ ॥ ভাইস চেয়ারম্যান সহ ৮ জন আহত

প্রকাশের সময় : ০৯:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

জনতার আদালত অনলাইন  কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আটজন আহত হয়েছে। শনিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার আর্চ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, মাজবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা কামাল, যুবলীগ কর্মী রাকিবুজ্জামান, শফিকুল ইসলাম, বাচ্চু মন্ডল, রাকিব হোসেন ও সুজন বিশ্বাস। আহতদের মধ্যে চারজনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে কালুখালী উপজেলা শহরের রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে ইউনিয়নগুলো থেকে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়ক হয়ে মিছিল আসতে থাকে। বিকেল চারটার দিকে কালুখালী আর্চ ব্রিজের কাছে দুটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে কালুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী পলাশ আহমেদ জানান, বিকেলে দুই শতাধিক কর্মী নিয়ে তিনি স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে যাচ্ছিলেন। কালুখালী আর্চ ব্রিজ এলাকায় গেলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন আহমেদ জানান, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালায় স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। তারা আমাদের কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এসময় আমাদের কর্মীরা তাদের প্রতিহত করে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে দুই দিক থেকে দুটি মিছিল কালুখালী আর্চ ব্রিজের কাছে এলে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন যথারীতি চলছে।