Dhaka ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের অভিযোগ ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / ১২৭৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার দুইটার আগে সোমবারের ঘরে স্বাক্ষর করে তিনি অফিস ত্যাগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অফিস সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, আব্দুল মজিদ মাঝে মাধ্যেই অগ্রিম স্বাক্ষর করে অফিস ফাঁকি দেন। অফিসে অনেক সময় শুয়ে ঘুমান। এতে করে সেবা গ্রহীতরা সেবা থেকে বঞ্চিত হন।

এদিকে রোববার বিকেল থেকে বিষয়টি জানাজানি হওয়ায় তিনি সোমবার অফিসে গিয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত আব্দুল মজিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন তোলেন,  কে বলেছে এসব। হাজিরা খাতার ছবি এবং অফিস সংশ্লিষ্ট ব্যক্তির কথা বললে তিনি বলেন, কীভাবে অগ্রিম স্বাক্ষর করেছিলাম মনে পড়ছে না। ভুল করেও করতে পারি। অফিসে শুয়ে থাকার বিষয়ে জানতে চাইলে বলেন, একদিন অসুস্থ হয়ে পড়েছিলাম। এজন্য শুয়েছিলাম। প্রতিদিনতো আর এটা ঘটেনা।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান বলেন, আগাম স্বাক্ষর করে তিনি ভূল করেছেন। এটা তার ঠিক হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের অভিযোগ ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে

প্রকাশের সময় : ০৭:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার দুইটার আগে সোমবারের ঘরে স্বাক্ষর করে তিনি অফিস ত্যাগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অফিস সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, আব্দুল মজিদ মাঝে মাধ্যেই অগ্রিম স্বাক্ষর করে অফিস ফাঁকি দেন। অফিসে অনেক সময় শুয়ে ঘুমান। এতে করে সেবা গ্রহীতরা সেবা থেকে বঞ্চিত হন।

এদিকে রোববার বিকেল থেকে বিষয়টি জানাজানি হওয়ায় তিনি সোমবার অফিসে গিয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত আব্দুল মজিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন তোলেন,  কে বলেছে এসব। হাজিরা খাতার ছবি এবং অফিস সংশ্লিষ্ট ব্যক্তির কথা বললে তিনি বলেন, কীভাবে অগ্রিম স্বাক্ষর করেছিলাম মনে পড়ছে না। ভুল করেও করতে পারি। অফিসে শুয়ে থাকার বিষয়ে জানতে চাইলে বলেন, একদিন অসুস্থ হয়ে পড়েছিলাম। এজন্য শুয়েছিলাম। প্রতিদিনতো আর এটা ঘটেনা।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান বলেন, আগাম স্বাক্ষর করে তিনি ভূল করেছেন। এটা তার ঠিক হয়নি।