Dhaka ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে জুট মিলে অগ্নিকান্ড ॥ একটি ইউনটের সব পুড়ে ছাই

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • / 196

জনতার আদালত অনলাইন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অবস্থিত রাজবাড়ী জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি এখনও নিরুপন করা না গেলেও বিপুল পরিমাণ ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে মিলের একটি ইউনিটে থাকা পাট, বিভিন্ন উৎপাদিত পণ্য ও যন্ত্রাংশ।

মিল সূত্র জানায়, রপ্তানীমুখি এ জুটমিলে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে। ১ নং ইউনিটের ইমারেশন প্লান্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সবারই ধারনা।

সরেজমিনে দেখা যায়, জুটমিলের আগুন নেভাতে ফায়ার কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছে। আগুনে মিলের ১ নং ইউনিটের যন্ত্রাংশ, পাট, পাটের বস্তা, সুতাসহ বিভিন্ন উপকরণ ভস্মিভূত হয়েছে। মিলের বাইরে দাঁড়িয়ে ছিল শত শত উৎসুক মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে পাটকলের কয়েকজন শ্রমিক মিল থেকে বের হওয়ার সময় আগুন দেখে চিৎকার দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়া দেখতে পান। খবর পেয়ে রাজবাড়ী ও ফরিদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

রাজবাড়ী জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদার আহমেদ জানান, তাদের মিলের উৎপাদিত পাটের পণ্য দেশের বিভিন্ন জেলা ও বিদেশেও রপ্তানি হয়। শুক্রবার ছুটির দিন থাকায়  মিল বন্ধ ছিল। সকাল ছয়টা থেকে সোয়া ছয়টার মধ্যে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন তিনি। অগ্নিকান্ডের ঘটনায় তিনি  মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। মিলের ১ নং ইউনিটটিই  ছিল সবচেয়ে বড়।  সেই ইউনিটে থাকা বিপুল পরিমাণ পাট,  পাটের  উৎপাদিত পণ্য,  বিভিন্ন যন্ত্রাংশ  পুড়ে  শেষ হয়ে গেছে। অবশিষ্ট আর কিছুই নেই। অগ্নিকান্ডে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই  বলা সম্ভব নয়। ধারনাও করা যাচ্ছে না। এ অগ্নিকান্ডে জানমালের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুর রহমান জানান, সকাল সাড়ে ছয়টার দিকে অগ্নিকান্ডের খবর পান। রাজবাড়ী ফায়ার সার্ভিসের চারটি এবং ফরিদপুরের সালথার একটি মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে কাজ শুরু করে। সকাল  ৭টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাটের আগুন পুরোপুরি নেভাতে সময়ের প্রয়োজন। আগুন  পুরোপুরি নিভে যাওয়ার পর ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপন করা যাবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জুটমিলের ১ নম্বর ইউনিটের তেলের ট্যাংকি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি।

ফরিদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর সহকারী পরিচালক নজরুল ইসলামও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা যায়নি। আগুন নেভানোর কাজ এখনও (দুপুর ৩টা)  এখনও চলছে। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর তদন্ত করে ক্ষয়ক্ষতি ও অগ্নিকান্ডের কারণ বের করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জুট মিলে অগ্নিকান্ড ॥ একটি ইউনটের সব পুড়ে ছাই

প্রকাশের সময় : ০৬:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অবস্থিত রাজবাড়ী জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি এখনও নিরুপন করা না গেলেও বিপুল পরিমাণ ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে মিলের একটি ইউনিটে থাকা পাট, বিভিন্ন উৎপাদিত পণ্য ও যন্ত্রাংশ।

মিল সূত্র জানায়, রপ্তানীমুখি এ জুটমিলে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে। ১ নং ইউনিটের ইমারেশন প্লান্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সবারই ধারনা।

সরেজমিনে দেখা যায়, জুটমিলের আগুন নেভাতে ফায়ার কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছে। আগুনে মিলের ১ নং ইউনিটের যন্ত্রাংশ, পাট, পাটের বস্তা, সুতাসহ বিভিন্ন উপকরণ ভস্মিভূত হয়েছে। মিলের বাইরে দাঁড়িয়ে ছিল শত শত উৎসুক মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে পাটকলের কয়েকজন শ্রমিক মিল থেকে বের হওয়ার সময় আগুন দেখে চিৎকার দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়া দেখতে পান। খবর পেয়ে রাজবাড়ী ও ফরিদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

রাজবাড়ী জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদার আহমেদ জানান, তাদের মিলের উৎপাদিত পাটের পণ্য দেশের বিভিন্ন জেলা ও বিদেশেও রপ্তানি হয়। শুক্রবার ছুটির দিন থাকায়  মিল বন্ধ ছিল। সকাল ছয়টা থেকে সোয়া ছয়টার মধ্যে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন তিনি। অগ্নিকান্ডের ঘটনায় তিনি  মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। মিলের ১ নং ইউনিটটিই  ছিল সবচেয়ে বড়।  সেই ইউনিটে থাকা বিপুল পরিমাণ পাট,  পাটের  উৎপাদিত পণ্য,  বিভিন্ন যন্ত্রাংশ  পুড়ে  শেষ হয়ে গেছে। অবশিষ্ট আর কিছুই নেই। অগ্নিকান্ডে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই  বলা সম্ভব নয়। ধারনাও করা যাচ্ছে না। এ অগ্নিকান্ডে জানমালের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুর রহমান জানান, সকাল সাড়ে ছয়টার দিকে অগ্নিকান্ডের খবর পান। রাজবাড়ী ফায়ার সার্ভিসের চারটি এবং ফরিদপুরের সালথার একটি মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে কাজ শুরু করে। সকাল  ৭টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাটের আগুন পুরোপুরি নেভাতে সময়ের প্রয়োজন। আগুন  পুরোপুরি নিভে যাওয়ার পর ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপন করা যাবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জুটমিলের ১ নম্বর ইউনিটের তেলের ট্যাংকি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি।

ফরিদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর সহকারী পরিচালক নজরুল ইসলামও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা যায়নি। আগুন নেভানোর কাজ এখনও (দুপুর ৩টা)  এখনও চলছে। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর তদন্ত করে ক্ষয়ক্ষতি ও অগ্নিকান্ডের কারণ বের করা হবে।