বালিয়াকান্দিতে ফল বাতিল করে পুনঃ ভোট গণনার দাবিতে মেম্বার প্রার্থীর সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৩৪৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদে ফলাফল বাতিল করে পুনঃ ভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত মেম্বার প্রার্থী সহদেব বিশ^াস।
তৃতীয় ধাপে গত ২৮ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ওই ওয়ার্ডে ৪৫৯ ভোট পেয়ে মিহির বরণ সরকার বিজয়ী হন। সহদেব বিশ^াস পেয়েছেন ৪০৩ ভোট।
বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সহদেব বিশ^াস বলেন, জঙ্গল ইউনিয়নের আকশুকনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯ নং ওয়ার্ডের ভোট অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গণনার সময় কতিপয় ভোট গ্রহণকারী কর্মকর্তা তার এজেন্টকে মারধর করে বের করে দেয়। তাকে (সহদেব) পুলিশ দিয়ে মারধরের হুমকি দিয়ে ফল পরিবর্তন করে। প্রথমে ভোটের ফলাফল তালিকায় তার নামের পাশে ৪৫৯ ভোটে বিজয়ী লিখলেও পরে কাটাছেড়া করে তাকে ৪০৩ ভোট দেখিয়ে মিহির বরণ সরকারের পাশে ৪৫৯ ভোট বসিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি প্রতিবাদ জানিয়ে পুনঃ ভোট গণনার দাবি করলে তাকে একটি ঘরের মধ্যে আটকে রেখে ভয় দেখানো হয়। বিষয়টি উপজেলা নির্বাচন অফিসে জানিয়েও কোনো প্রতিকার পাননি।
সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহম্মেদ জানান, এ ধরণের কোন অভিযোগ পাওয়া যায়নি।