বালিয়াকান্দিতে ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আ’লীগ
- প্রকাশের সময় : ০৭:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে আটজনকে বহিষ্কার করেছে উপেজেলা আওয়ামী লীগ।
বহিষ্কৃতরা হলেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইসলামপুর ইউনিয়নের আহমেদ আলী, নারুয়ার আবুল কালাম আজাদ, বহরপুরের খলিলুর রহমান, নবাবপুরের বাদশা আলমগীর, আবুল হোসেন আলী, হাবিবুর রহমান, বালিয়াকান্দি সদরের আলমগীর বিশ^াস ও জঙ্গলের নৃপেন্দ্র নাথ বিশ^াস।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম সুফী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ নভেম্বর তারিখে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সভার সিদ্ধান্ত মোতাবেক নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(১১) ধারায় উপজেলার আটজন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার তিনি চিঠিগুলো স্বাক্ষর করে রেজিস্ট্রি ডাকযোগে বহিষ্কৃতদের ঠিকানায় পিাঠিয়ে দিয়েছেন। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগকে অবহিত করা হয়েছে।
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বালিয়াকান্দি উপজেলার সাত ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।