Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে প্রার্থীর মৃত্যুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন যিনি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • / ১২৯৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য মাখন লাল বারুরী শনিবার দিবাগত রাত দুইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি পুষআমলা গ্রামের বাসিন্দা ছিলেন। রোববার সমাধিনগর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ওই ওয়ার্ডে দুজন প্রার্থী ছিলেন। অপর প্রার্থী হলেন সত্যেন্দ্র নাথ মন্ডল।

উপজেলা নির্বাচন অফিসার মো. নিজাম উদ্দিন আহম্মেদ জানান, নির্বাচনী পরিপত্রে বলা আছে, কোনো ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন স্থগিত হয়ে যাবে। কিন্তু সদস্য প্রার্থীর মৃত্যু হলে অন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে।  সে ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ওই ওয়ার্ডের একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে প্রার্থীর মৃত্যুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন যিনি

প্রকাশের সময় : ০৬:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য মাখন লাল বারুরী শনিবার দিবাগত রাত দুইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি পুষআমলা গ্রামের বাসিন্দা ছিলেন। রোববার সমাধিনগর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ওই ওয়ার্ডে দুজন প্রার্থী ছিলেন। অপর প্রার্থী হলেন সত্যেন্দ্র নাথ মন্ডল।

উপজেলা নির্বাচন অফিসার মো. নিজাম উদ্দিন আহম্মেদ জানান, নির্বাচনী পরিপত্রে বলা আছে, কোনো ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন স্থগিত হয়ে যাবে। কিন্তু সদস্য প্রার্থীর মৃত্যু হলে অন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে।  সে ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ওই ওয়ার্ডের একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে।