রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২
- প্রকাশের সময় : ০৬:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১২২৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানার পুলিশ বৃহস্পতিবার পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরেরায়ানভুক্ত ২২ আসামিকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী নির্যাতন, মাদক, জুয়া মামলায় পরোয়ানাভুক্ত ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলো নারী নির্যাতন মামলার আসামি সদর উপজেলার রসুলপুর গ্রামের আবুল বাশার মোহম্মদ শরীফ, লক্ষীকোল গ্রামের জাহাঙ্গীর আলম জনি, খানখানাপুরের আব্দুল কুদ্দুস শেখ, মাদক মামলার আসামি গঙ্গাপ্রসাদপুর গ্রামের ইভান শেখ, লিটন শেখ, গোয়ালন্দ উপজেলার উত্তর চর পাচুরিয়া গ্রামের আনোয়ার মোল্লা ও জুয়া মামলার আসামি কালিনগর গ্রামের জিলাল মন্ডল, আলামিন শেখ, রাজু শেখ, মান্নান মন্ডল, ফরিদ মন্ডল, মফিজুল শেখ এবং নজরুল ইসলাম।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
অপরদিকে বালিয়াকান্দি থানার পুলিশ বিকাশ প্রতারকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে। থানা সূত্র জানায়, সম্প্রতি প্রতারণা করে বিকাশের মাধ্যমে বালিয়াকান্দি উপজেলা এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এঘটনায় চক্রের সদস্য মাগুড়ার শ্রীপুর উপজেলার সুজন শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর আটজন হলো উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের আব্দুল মালেক, আমিরুল ইসলাম, মশিউর রহমান, তাহেরা বেগম, পাপ্পু মন্ডল, সবুজ মন্ডল, নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের আবু মন্ডল ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের সজিব মোল্যা।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, বিভিন্ন মামলায় এদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।