Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • / ১২৮৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ী-পোড়াদহ রেল সড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের আকবর প্রামানিকের স্ত্রী মোমেনা বেগম ও তার দুই বছর বয়সী নাতনি রুকাইয়া।

রাজবাড়ী রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোমেনা বেগম তার দুই বছরের নাতনিকে সঙ্গে নিয়ে বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে বেয়াই বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওই এলাকার এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে যান। সেখান থেকে রেল লাইন ধরে ফেরার পথে রাজশাহী থেকে ভাঙ্গাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের নীচে দুজনেই কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান,  খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। নিহতের পরিবার ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত

প্রকাশের সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ী-পোড়াদহ রেল সড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের আকবর প্রামানিকের স্ত্রী মোমেনা বেগম ও তার দুই বছর বয়সী নাতনি রুকাইয়া।

রাজবাড়ী রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোমেনা বেগম তার দুই বছরের নাতনিকে সঙ্গে নিয়ে বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে বেয়াই বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওই এলাকার এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে যান। সেখান থেকে রেল লাইন ধরে ফেরার পথে রাজশাহী থেকে ভাঙ্গাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের নীচে দুজনেই কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান,  খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। নিহতের পরিবার ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।