বালিয়াকান্দিতে গাছের গোড়ায় পুঁতে রাখা পাইপ বিস্ফোরণে আহত ৩
- প্রকাশের সময় : ০৮:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১২৪০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে গাছের গোড়া থেকে আকস্মিক বিস্ফোরিত হয়ে তিনজন আহত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আলেয়া বেগম, আবদার হোসেন ও জিন্নাফ আলী। এদের মধ্যে প্রথম দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতরা সবাই একই ইউনিয়ন এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বিলটাকাপোড়া গ্রামের সদর আলী সরদারের মেহগনি গাছ কাটার জন্য গাছের গোড়ায় গর্ত খুড়ছিলেন শ্রমিক আবদার ও জিন্নাফ। তাদের পানি খাওয়াতে এসেছিলেন আলেয়া বেগম। গর্ত খোড়ার এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনজনই আহত হয়। বেশি কাছে থাকায় আলেয়া ও আবদার গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দে এগিয়ে আসে উৎসুক এলাকাবাসী। গাছের গোড়ায় বিস্ফোরিত স্থানে পাইপ জাতীয় বস্তু দেখা দেখা গেছে।
নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বিলটাকাপোড়া গ্রামের সদর আলী সরদারের বাগানের মেহগনি গাছ কাটার সময় গাছের গোড়ায় থাকা আনুমানিক ছয় ইঞ্চি লম্বা পাইপ বিস্ফোরিত হয়ে তিনজন আহত হয়। এধরণের আরও দুটি পাইপ সেখানে দেখা যাচ্ছে। সেগুলো কোথা থেকে এসেছে বা কী ধরণের বিস্ফোরক তা এখনও জানা যায়নি।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।