বালিয়াকান্দিতে ভূমি অফিসে উপড়ে পড়েছে গাছ দুটি
- প্রকাশের সময় : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১১৯৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস ভবনের উপর উপড়ে পড়েছে দুটি বৃহৎ গাছ। বেশ কয়েকদিন পার হলেও এখনও অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস সূত্র জানায়, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিসের উন্নয়ন কাজ করার সময় অফিস সংলগ্ন কয়েকটি গাছের জন্য অসুবিধা হচ্ছে জানিয়ে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। সম্প্রতি টানা কয়েক দিনের বৃষ্টিতে মাটি নরম হয়ে একটি রেনট্রি কড়ই ও একটি পাকর গাছ উপড়ে ভূমি অফিসের পুরাতন ভবনের চালের উপর পড়েছে। এতে টিনের চাল, স্টোর রুম, টয়লেটের ক্ষতি সাধন হয়েছে। কিন্তু গাছ দুটি এখনও অপসারণ করা হয়নি।
ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রনয় কুমার বাগচী জানান, বিষয়টি তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত ভাবে জানিয়েছেন।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান জানান, গাছ দুটি অপসারণের উদ্যোগ নেওয়া হবে। মূল্য নির্ধারণের একটা বিষয় আছে। সেটি চূড়ান্ত হলেই অপসারণ করা হবে।