Dhaka ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি জমি থেকে পাকা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • / ১২৯০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ স্থাপনাটি নির্মাণ করছেন উপজেলার সমাধিনগর গ্রামের নারায়ন দাসের ছেলে নিরব কুমার দাস।

জানাগেছে, দীর্ঘদিন ধরে নিরব দাস সমাধিনগর বাজার এলাকায় নিজের জমির পাশাপাশি সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছিল। বারংবার জঙ্গল ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তারা গিয়ে নিষেধ করা সত্বেও কাজ চালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন পুর্বক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান বলেন, রবিবার বিকালে সরেজমিন পরিদর্শন করেছি। ঘর উত্তোলনকারী আগামী এক সপ্তাহের মধ্যে সেচ্ছায় ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি জমি থেকে পাকা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ

প্রকাশের সময় : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ স্থাপনাটি নির্মাণ করছেন উপজেলার সমাধিনগর গ্রামের নারায়ন দাসের ছেলে নিরব কুমার দাস।

জানাগেছে, দীর্ঘদিন ধরে নিরব দাস সমাধিনগর বাজার এলাকায় নিজের জমির পাশাপাশি সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছিল। বারংবার জঙ্গল ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তারা গিয়ে নিষেধ করা সত্বেও কাজ চালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন পুর্বক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান বলেন, রবিবার বিকালে সরেজমিন পরিদর্শন করেছি। ঘর উত্তোলনকারী আগামী এক সপ্তাহের মধ্যে সেচ্ছায় ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।