২ ডোজ টিকা নেয়া ইসমত আরা বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি
- প্রকাশের সময় : ১১:৪৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১২৩৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ভুলবশতঃ দুই ডোজ টিকা নেওয়া নারী ইসমত আরা সুস্থ আছেন। রোববার সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়।
রোববার সন্ধ্যার দিকে ইসমত আরার কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হয়েছিল কেমন আছেন, বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। তিনি জানান, যখন পরপর দুই ডোজ টিকা পুশ করা হলো; তখন খুব পেয়েছিলাম। এরপর তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা মাঝে মধ্যে দেখে গেছেন। খোঁজ খবর নিয়েছেন। প্রয়োজনীয় ওষুধও দিয়েছেন। এখন শারীরিক কোনো সমস্যা বোধ করছেন না।
ইাসমত আরার স্বামী নাহিদুল হক স্বপন জানান, শনিবার তার স্ত্রীকে দুই ডোজ টিকা প্রয়োগের পর খুব দুশ্চিন্তায় ছিলেন। হাসপাতালে পর্যবেক্ষণে থাকলেও সব সময় স্ত্রীর খোঁজ খবর নিয়েছেন। রোববার সকাল ১০টায় তার স্ত্রীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এখন তার স্ত্রী ভালো আছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার জানান, ইসমত আরাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সে সুস্থ আছে। এজন্য তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে ইসমত আরাকে ভুলবশতঃ দুই ডোজ টিকা পুশ করা হয়। ইসমত আরা একই গ্রামের নাহিদুল হক স্বপনের স্ত্রী।