Dhaka ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় গরুবাহি ট্রাকে চাঁদাবাজির দায়ে যুবক গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • / ১২৬৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গরুবাহী একটি ট্রাকে চাঁদাবাজির দায়ে মো. মাসুদ রানা (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে উত্তর দৌলতদিয়া নাসির সরদার পাড়া এলাকার মো. ফজের ফকিরের ছেলে।

এর আগে গরুবাহী ট্রাকের (ঝিনাইদহ-ট-১১-১১১৬) চালক বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১৫জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  ট্রাক চালক ১৩ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ থেকে গরু বোঝাই করে হেলপার জুয়েলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। ঐ দিন বেলা ৪টার দিকে দৌলতদিয়া ক্যানালঘাট নামক এলাকায় এসে পৌঁছাইলে ট্রাকে থাকা একটি গরু অসুস্থ্য হয়ে পড়ে। এসময় ট্রাক থেকে গরু নামিয়ে সুস্থ করার সময় আসামী মাসুদ রানাসহ অজ্ঞাতনামা ৩/৪  জন এসে গরুবাহী ট্রাকের জন্য ৪হাজার ৫শ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদার টাকা দিতে আপত্তি করলে তারা ট্রাকের ওপর হামলা চালিয়ে ভাংচুর সহ হেলপার জুয়েলকে মারধর করে। এসময় তাদের আর্ত চিৎকারে বিবাদীরা গরুর প্রতি ট্রিপে সাড়ে ৪হাজার টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। ট্রাক চালকের করা মামলায় গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। দৌলতদিয়া ঘাটকে চাঁদাবাজ ও দালাল মুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় গরুবাহি ট্রাকে চাঁদাবাজির দায়ে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গরুবাহী একটি ট্রাকে চাঁদাবাজির দায়ে মো. মাসুদ রানা (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে উত্তর দৌলতদিয়া নাসির সরদার পাড়া এলাকার মো. ফজের ফকিরের ছেলে।

এর আগে গরুবাহী ট্রাকের (ঝিনাইদহ-ট-১১-১১১৬) চালক বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১৫জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  ট্রাক চালক ১৩ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ থেকে গরু বোঝাই করে হেলপার জুয়েলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। ঐ দিন বেলা ৪টার দিকে দৌলতদিয়া ক্যানালঘাট নামক এলাকায় এসে পৌঁছাইলে ট্রাকে থাকা একটি গরু অসুস্থ্য হয়ে পড়ে। এসময় ট্রাক থেকে গরু নামিয়ে সুস্থ করার সময় আসামী মাসুদ রানাসহ অজ্ঞাতনামা ৩/৪  জন এসে গরুবাহী ট্রাকের জন্য ৪হাজার ৫শ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদার টাকা দিতে আপত্তি করলে তারা ট্রাকের ওপর হামলা চালিয়ে ভাংচুর সহ হেলপার জুয়েলকে মারধর করে। এসময় তাদের আর্ত চিৎকারে বিবাদীরা গরুর প্রতি ট্রিপে সাড়ে ৪হাজার টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। ট্রাক চালকের করা মামলায় গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। দৌলতদিয়া ঘাটকে চাঁদাবাজ ও দালাল মুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।