Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পদ ফিরে পেলেন পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • / ১৬৬৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ হাইকোর্টে রিট করে পদ ফিরে পেয়েছেন পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। বৃহস্পতিবার ফরিদ হাসান ওদুদ পুনরায় তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ৫ মে তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপসচিব মোহাম্মদ সামসুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে ফরিদ হাসান ওদুদকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে ফরিদ হাসান ওদুদ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। গত ১৯ মে তারিখে রিটের ভার্চুয়াল শুনানী শেষে বিচারপতি মো. এনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. জাহাঙ্গীরের আদালত সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।

এ প্রসঙ্গে পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, গত টার্মে আমি যখন উপজেলা চেয়ারম্যান তখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে কিছু অভিযোগ দেওয়া হয়েছিল। ওই সময় অভিযোগের কোনো প্রমাণ পায়নি। এবার উপজেলা চেয়ারম্যান হওয়ার পরও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। গত টার্মের অভিযোগের প্রেক্ষিতে আমাকে বরখাস্ত করা হয়েছিল। যা সম্পূর্ণ নিয়মের বাইরে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বরখাস্তের আদেশের বিষয়ে হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত  করেছেন। এ সংক্রান্ত একটি চিঠি গত ২৫ মে এসে পৌছেছে। নতুন করে দায়িত্ব নিতে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। তিনি স্বাভাবিকভাবেই তার দায়িত্ব পালন করে যাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ ফিরে পেলেন পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ

প্রকাশের সময় : ০৮:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

জনতার আদালত অনলাইন ॥ হাইকোর্টে রিট করে পদ ফিরে পেয়েছেন পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। বৃহস্পতিবার ফরিদ হাসান ওদুদ পুনরায় তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ৫ মে তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপসচিব মোহাম্মদ সামসুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে ফরিদ হাসান ওদুদকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে ফরিদ হাসান ওদুদ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। গত ১৯ মে তারিখে রিটের ভার্চুয়াল শুনানী শেষে বিচারপতি মো. এনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. জাহাঙ্গীরের আদালত সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।

এ প্রসঙ্গে পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, গত টার্মে আমি যখন উপজেলা চেয়ারম্যান তখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে কিছু অভিযোগ দেওয়া হয়েছিল। ওই সময় অভিযোগের কোনো প্রমাণ পায়নি। এবার উপজেলা চেয়ারম্যান হওয়ার পরও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। গত টার্মের অভিযোগের প্রেক্ষিতে আমাকে বরখাস্ত করা হয়েছিল। যা সম্পূর্ণ নিয়মের বাইরে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বরখাস্তের আদেশের বিষয়ে হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত  করেছেন। এ সংক্রান্ত একটি চিঠি গত ২৫ মে এসে পৌছেছে। নতুন করে দায়িত্ব নিতে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। তিনি স্বাভাবিকভাবেই তার দায়িত্ব পালন করে যাবেন।