Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দেশসেরা অনলাইন পারফর্মার বালিয়াকান্দির শিক্ষক বেলাল উদ্দিন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১৩৮৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক (গণিত) মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ শনিবার ( ১ মে) শিক্ষক বাতায়নের সেরা অনলাইন পারফর্মার মনোনীত হয়েছেন। করোনাকালীন ও মুজিব শতবর্ষে তিনি নিজ উদ্যোগে ২০২০ সালের ১৮ এপ্রিল থেকে “রাজবাড়ী অনলাইন স্কুল” নামে ফেসবুক পেজে একজন দায়িত্বশীল এডমিন ও শিক্ষক হিসেবে নিয়মিত লাইভ ক্লাস পরিচালনা এবং কারিগরি সহযোগিতা করছেন। শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে, করোনাকালীন ও মুজিব শতবর্ষে  রাজবাড়ী জেলার প্রথম অনলাইন শিক্ষার প্লাটফর্ম “রাজবাড়ী অনলাইন স্কুল”; তিনিই ফেসবুক পোজটির ক্রিয়েটর এবং একজন সক্রিয় এডিমন। তিনি জেলা, উপজেলা ও নিজের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় ক্ষেত্রে সক্রিয় ভুমিকা পালন এবং সর্বাত্বক কারিগরি সহযোগিতা করছেন। এপর্যন্ত তিনি রাজবাড়ী অনলাইন স্কুল এবং নিজস্ব প্রতিষ্ঠানের ফেসবুক পেজে সর্বমোট ৫৭৬টি লাইভ সম্পন্ন করেছেন। ইতমধ্যে তিনি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার,  জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সর্বস্তরের শিক্ষকদের কাছে নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। এটুআই মনোনীত একজন সফল জেলা অ্যাম্বাসেডর হিসেবে তিনি কর্তব্য-কর্মে নিয়োজিত আছেন। রাজবাড়ী জেলা আইসিটি ও ইনোভশন কমিটির তিনি একজন সদস্য। ২০১৫ সালে তিনি শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। এজন্য ২০১৭ সালে তিনি এটুআই এর পক্ষ থেকে সেরা কন্টেন্ট নির্মাতা শিক্ষক হিসেবে বিরল সম্মাননা পান। তারপর ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক) হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া ২০১৯-২০২০ সালে তিনি মাইক্রোসফট এডুকেশন প্রোগামের গওঊ ঊীঢ়বৎঃ হিসেবে মনোনীত হয়েছিলেন। ২০২০ইং সালের সেপ্টেম্বর মাসে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সেরা উপজেলা অনলাইন ক্লাস পারফর্মার হিসেবে সম্মননা ক্রেস্ট ও সার্টিফিকেট তিনি পেয়েছেন। তার অসামান্য দক্ষতা ও যোগ্যতার কারণে তাকে বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত “আইসিটি ট্রেণিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন” ব্যানবেইস এর প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি একজন দক্ষ শিক্ষ ও প্রশিক্ষক হিসেবে সর্বমহলে সমাদৃত। তিনি ১৯৯৫ সালের ৮জুলাই তারিখে নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজে সহকারি শিক্ষক (গণিত) হিসেবে যোগদান করেন এবং অদ্যাবধি সুনামের সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ম্যানুয়ালী প্রশিক্ষণের পাশাপাশি তিনি প্রায় ২০০ অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্নপূর্ব সনদ অর্জন করেছেন। বিশেষ করে অনলাইন প্রশিক্ষণের উন্মুক্ত ও অত্যান্ত জনপ্রিয় প্লাটফর্ম “মুক্তপাঠ” থেকে তিনি ১৩৭ কোর্স সফলভাবে সম্মন্ন করেছেন।তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নিজে উদ্যোগী হয়ে প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার গঠন করেছেন। তিনি আরও জানান যে, তার প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম সিরাজুল হক তাকে অনলাইন ক্লাস পরিচালনায় সবধরণের সহযোগিতা ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। উল্লেখ্য যে, লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ অনলাইন ক্লাস ও এমএমসি ড্যাশবোর্ডে বালিয়াকান্দি উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। তিনি নিজের প্রতিষ্ঠানের প্রযুক্তিগত শিক্ষা উন্নয়নের পাশাপাশি জেলা ও উপজেলার শিক্ষার মানোন্নয়নে সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। জানামতে তিনি কোনো প্রাইভেট টিউশনি বা কোন কোচিং করেন না; বেতনের সরকারি অংশ ও প্রতিষ্ঠান থেকে সামান্য যে টাকা পান তা দিয়েই কোনমতে সংসার চালান।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, একজন যোগ্য মানুষকে তার প্রাপ্য সর্ম্মান প্রদান করেছেন। তিনি বালিয়াকান্দি তথা রাজবাড়ীর জন্য সুনাম বয়ে এনেছেন। আমি তার সার্বিক মঙ্গল কামনা করি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশসেরা অনলাইন পারফর্মার বালিয়াকান্দির শিক্ষক বেলাল উদ্দিন

প্রকাশের সময় : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক (গণিত) মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ শনিবার ( ১ মে) শিক্ষক বাতায়নের সেরা অনলাইন পারফর্মার মনোনীত হয়েছেন। করোনাকালীন ও মুজিব শতবর্ষে তিনি নিজ উদ্যোগে ২০২০ সালের ১৮ এপ্রিল থেকে “রাজবাড়ী অনলাইন স্কুল” নামে ফেসবুক পেজে একজন দায়িত্বশীল এডমিন ও শিক্ষক হিসেবে নিয়মিত লাইভ ক্লাস পরিচালনা এবং কারিগরি সহযোগিতা করছেন। শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে, করোনাকালীন ও মুজিব শতবর্ষে  রাজবাড়ী জেলার প্রথম অনলাইন শিক্ষার প্লাটফর্ম “রাজবাড়ী অনলাইন স্কুল”; তিনিই ফেসবুক পোজটির ক্রিয়েটর এবং একজন সক্রিয় এডিমন। তিনি জেলা, উপজেলা ও নিজের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় ক্ষেত্রে সক্রিয় ভুমিকা পালন এবং সর্বাত্বক কারিগরি সহযোগিতা করছেন। এপর্যন্ত তিনি রাজবাড়ী অনলাইন স্কুল এবং নিজস্ব প্রতিষ্ঠানের ফেসবুক পেজে সর্বমোট ৫৭৬টি লাইভ সম্পন্ন করেছেন। ইতমধ্যে তিনি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার,  জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সর্বস্তরের শিক্ষকদের কাছে নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। এটুআই মনোনীত একজন সফল জেলা অ্যাম্বাসেডর হিসেবে তিনি কর্তব্য-কর্মে নিয়োজিত আছেন। রাজবাড়ী জেলা আইসিটি ও ইনোভশন কমিটির তিনি একজন সদস্য। ২০১৫ সালে তিনি শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। এজন্য ২০১৭ সালে তিনি এটুআই এর পক্ষ থেকে সেরা কন্টেন্ট নির্মাতা শিক্ষক হিসেবে বিরল সম্মাননা পান। তারপর ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক) হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া ২০১৯-২০২০ সালে তিনি মাইক্রোসফট এডুকেশন প্রোগামের গওঊ ঊীঢ়বৎঃ হিসেবে মনোনীত হয়েছিলেন। ২০২০ইং সালের সেপ্টেম্বর মাসে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সেরা উপজেলা অনলাইন ক্লাস পারফর্মার হিসেবে সম্মননা ক্রেস্ট ও সার্টিফিকেট তিনি পেয়েছেন। তার অসামান্য দক্ষতা ও যোগ্যতার কারণে তাকে বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত “আইসিটি ট্রেণিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন” ব্যানবেইস এর প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি একজন দক্ষ শিক্ষ ও প্রশিক্ষক হিসেবে সর্বমহলে সমাদৃত। তিনি ১৯৯৫ সালের ৮জুলাই তারিখে নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজে সহকারি শিক্ষক (গণিত) হিসেবে যোগদান করেন এবং অদ্যাবধি সুনামের সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ম্যানুয়ালী প্রশিক্ষণের পাশাপাশি তিনি প্রায় ২০০ অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্নপূর্ব সনদ অর্জন করেছেন। বিশেষ করে অনলাইন প্রশিক্ষণের উন্মুক্ত ও অত্যান্ত জনপ্রিয় প্লাটফর্ম “মুক্তপাঠ” থেকে তিনি ১৩৭ কোর্স সফলভাবে সম্মন্ন করেছেন।তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নিজে উদ্যোগী হয়ে প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার গঠন করেছেন। তিনি আরও জানান যে, তার প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম সিরাজুল হক তাকে অনলাইন ক্লাস পরিচালনায় সবধরণের সহযোগিতা ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। উল্লেখ্য যে, লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ অনলাইন ক্লাস ও এমএমসি ড্যাশবোর্ডে বালিয়াকান্দি উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। তিনি নিজের প্রতিষ্ঠানের প্রযুক্তিগত শিক্ষা উন্নয়নের পাশাপাশি জেলা ও উপজেলার শিক্ষার মানোন্নয়নে সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। জানামতে তিনি কোনো প্রাইভেট টিউশনি বা কোন কোচিং করেন না; বেতনের সরকারি অংশ ও প্রতিষ্ঠান থেকে সামান্য যে টাকা পান তা দিয়েই কোনমতে সংসার চালান।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, একজন যোগ্য মানুষকে তার প্রাপ্য সর্ম্মান প্রদান করেছেন। তিনি বালিয়াকান্দি তথা রাজবাড়ীর জন্য সুনাম বয়ে এনেছেন। আমি তার সার্বিক মঙ্গল কামনা করি।