গোয়ালন্দে ইউপি চেয়ারম্যানের উপর হামলা মামলার ২ আসামী গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৮:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১২১৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের উপর হামলা মামলায় এজহারভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া গ্রামের আইয়ুব মন্ডলের ছেলে শাওন মন্ডল (২২) ও সিদ্দিক কাজীর পাড়া গ্রামের বাবু মেম্বারের ছেলে মাসুদ মোল্লা (২৮)। এদের মধ্যে একজন গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা ও অপরজন মামত ভাই।
থানা পুলিশ সূত্র জানায়, চাঞ্চল্যকর ইউপি চেয়ারম্যনের উপর হামলা মামলার এজাহার ভুক্ত দুই আসামীকে সোমবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এর আগে গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক লিয়াকত হোসাইনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৯ মার্চ রাত পূর্ব পরিকল্পীত হামলায় গুরুতর আহত হন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল (৪৫)। রাত ৯ টার দিকে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ পোৗরসভার পদ্মার মোড় এলাকায় হামলার ঘটনাটি ঘটে। হামলা শিকার ইউপি চেয়ারম্যান গুরুতর আহত হয়ে এখনো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা রয়েছেন। এ ঘটনায় গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সুজ্জলকে প্রধান আসামী করে সাবেক ছাত্রলীগ নেতা মনছুর বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, সজীব, জীবন, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগর প্রচার সম্পাদক লিয়াকত হোসাইন, গৌতম, নাবিল, রাজ্জাক ওরফে ঘোড়া রাজ্জাক, শাওন মন্ডল, মাসুদ মোল্লা, রুবেল, মোস্তফা, রাকিব প্রামানিক, বাবু মোল্লা, শামিমসহ আরো অজ্ঞত ৬/৭ জনকে আসামী করে মামলা দায়ের হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তার ভাই আরিফ মন্ডল বাদি হয়ে গত শনিবার গোয়ালন্দ ঘাট থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছে। ইতিমধ্যে ৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।