সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

- প্রকাশের সময় : ০৬:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১১৪৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর হেফাজতের নারকীয় তান্ডবের প্রতিবাদে শনিবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্তরে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যড. গণেশ নারায়ণ চৌধুরী, সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, যুগ্ম সম্পাদক গণেশ মিত্র, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যড. উজির আলী শেখ, জেলা সিপিবি সভাপতি আব্দুস সামাদ মিয়া পমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নতুন নয়। ইতিপূর্বেও একাধিকবার ঘটেছে হামলার ঘটনা। কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। যেকারণে মৌলবাদিদের আস্ফালগন বেড়েই চলেছে। শাল্লায় যে ঘটনা ঘটেছে যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।