পাংশায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালনে প্রস্তুতি সভা

- প্রকাশের সময় : ০৬:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১১৮৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ এবং ”স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে” উদযাপন কর্মসূচী বাস্তবায়ন বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন,পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদঁ আলী খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.তরুন কুমার পাল,জেলা পরিষদ সদস্য উক্তম কুমার কুন্ডু প্রমুখ। এসময় উপজেলার সকল বিভাগের কর্মকর্তাগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। যথাযথ মর্যাদায় দিবস সমূহ পালনে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।