রাজবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

- প্রকাশের সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১১৯৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। রোববার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান পুষ্পমাল্য অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর ডকুমেন্টরি, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার করা হয়। এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, রাজবাড়ীর অতিরক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহবুবুর রহমান শেখ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু প্রমুখ।