বালিয়াকান্দিতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স
- প্রকাশের সময় : ০৬:৩৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৪৩৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে দুটি করে কাব দল খোলার লক্ষে রোববার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্কাউটিং বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস বালিয়াকান্দি উপজেলার ব্যবস্থাপনায় আয়োজিত ওরিয়েন্টশন উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক শর্মিলা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, ১০২৩তম কোর্সের কোর্স লিডার রমেন্দ্র নারায়ণ তরফদার, এএলটি, ১০২২ তম কোর্সের কোর্স লিডার ও উপজেলা স্কাউটসের সম্পাদক অখিল কুমার কুন্ডু, এএলটি, ফরিদপুর জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর মন্ডল, রাজবাড়ী সদর উপজেলা স্কাউটসের সম্পাদক সুকুমার বিশ্বাস, এএলটি ফরিদপুর জেলা স্কাউটসের কাব স্কাউটস লিডার শেখ মো. শাহজাহান, রাজবাড়ী জেলা স্কাউটসের কাব স্কাউটস লিডার হরষিত কুমার ঘোষ, সহকারী শিক্ষক আল্পনা রানী দাস প্রমুখ। ওরিয়েন্টশন কোর্সের দুটি ব্যাচে একশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।