বালয়াকান্দির নবাগত ইউএনওর সাথে মতবিনিময়

- প্রকাশের সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / 250
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সাথে মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের মতবিনিময় সভা বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান মিঞা, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, নারী ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, বালিয়াকান্দি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ রায়, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন খান, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্যা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. ওহিদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মুরাদুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান প্রমুখ।