রাজবাড়ীতে ২৪ জেলের জেল জরিমানা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৩০০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে সোমবার রাজবাড়ীতে ২৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।
জেলা মৎস্য অফিস সূত্র জানায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাজবাড়ী জেলার সদর, গোয়ালন্দ ও কালুখালী উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ১১ জনকে ২৪ দিন, পাঁচজনকে ১৬ দিন করে কারাদন্ড এবং একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ দন্ড দেয়া হয়। জব্দকৃত মাছ এতিমখানায় দান এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া একটি অবৈধ মাছের আড়ত ভেঙে দেয়া হয়েছে।
Tag :