গুরুত্বপূর্ণ সংবাদ:
পূজা উদযাপন পরিষদ নেতার ভাইয়ের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানবববন্ধন

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / 431
জনতার আদালত অনলাইন ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জীর সহোদর ভাই বাবুল চ্যাটার্জীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের জেলা সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সহ সভাপতি মিহির চক্রবর্তী, যুগ্ম সম্পাদক স্বপন কুমার দাস, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, পৌর শাখার সাধারণ সম্পাদক বিপ্লব সাহা প্রমুখ।
বক্তারা মাগুড়ার মহম্মদপুরে বাবুল চ্যাটার্জীর উপর যে হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি করেন।
Tag :