গুরুত্বপূর্ণ সংবাদ:
করোনা আপডেট : রাজবাড়ীতে সংক্রমণ দেড় হাজার ছুই ছুই

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / 911
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। দেড় হাজার ছুই ছুই করছে সংক্রমণ। এখন পর্যন্ত জেলায় এক হাজার ৪৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন।
জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ৪ আগস্ট তারিখে ৭৭ জনের নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে ৩৫ জনের পজিটিভ এসেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৪৫ ভাগ। নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, পাংশায় ৯ জন ও গোয়ালন্দে ১০ জন।
মোট আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৬৯ জন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৫৬১ জন, হাসপাতালে ভর্তি ৩০ জন। এপর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ৭২৬৬টি। নমুনা পাওয়া গেছে ৭০২৮টি আর পেন্ডিং আছে ২৩৮টি।
Tag :