কালুখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী নিহত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৩৫৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাইদ ও একই গ্রামের হামিদুলের ছেলে শিমুল। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
গান্ধীমারা হাইওয়ে থানা সূত্র জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী মোটরসাইকেলটি সোনাপুর মোড় অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মারা যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গান্ধীমারা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Tag :