বালিয়াকান্দিতে গড়াই নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৪০৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
নারুয়া গ্রামের গড়াই নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধনে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় এক সমাবেশে বক্তৃতা করেন নারুয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আবু সাঈদ মোল্লা, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসেম আলী শেখ, হাশেম আলী মোল্লা, শ্রমিক লীগ নেতা শেখ মহিদুল ইসলাম মুহিত প্রমুখ।
বক্তারা বলেন, গড়াই নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিভিন্ন দপ্তরে বললেও ভাঙন রোধে কোন পদক্ষেপ নেয়া হয়নি। সোনাকান্দর খেয়াঘাট এলাকা থেকে নারুয়া খেয়াঘাট পর্যন্ত ভাঙন তীব্রতর হচ্ছে। কিন্তু সরকারি ভাবে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।
Tag :