রাজবাড়ীতে দুই পুলিশ সদস্যসহ ৩ জন করোনায় আক্রান্ত
- প্রকাশের সময় : ০৯:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৪০৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : রাজবাড়ীতে দুই পুলিশ সদস্যসহ নতুন করে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে রাজবাড়ীতে মোট ৬১ জন করোনা রোগী সনাক্ত হলো। শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, ১০২ জনের পাঠানো নমুনার রিপোর্ট হাতে পেয়েছেন। এর মধ্যে ৩ জন করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার মিজানপুরের ১ জন ও কালুখালী থানার ২ জন পুলিশ কনস্টেবলে রয়েছেন। নতুন করে অাক্রান্ত ব্যক্তিদের করোনা হাসপাতালে অানার প্রস্তুতি চলছে।
তিনি বলেন, জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৬১ জন। এরমধ্যে সদরের করোনা হাসাপাতাল ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯জন ভর্তি এবং অন্যরা হোম আইসোলেসনে তাদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ২১ জন সুস্থ্য হয়েছে।
কালুখালী থানার ওসি জানান, থানার অন্য সদস্যদের মধ্যে এনিয়ে কোনো আতঙ্ক নেই। তারা স্বাভাবিকভাবেই তাদের দায়িত্ব পালন করে যাবেন।