Dhaka ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে সালিস বৈঠকে হামলায় আহত ৮ ॥ আটক ৪

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
  • / ১৩৭৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন॥ করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় জেলা লকডাউন হলেও জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য শুক্রবার সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামে। সালিস বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে আটজন। আহতরা হলো রফিক শেখ, নুরজাহান বেগম, ইসলাম মোল্যা, রাসেল শেখ, হারুন শেখ, পান্না বেগম, নিরোজ মোল্যা ও হিরণ শেখ। এদের বাড়ি একই গ্রামে। তাদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিলালপুর গ্রামের হিরণ শেখ ও মজিদ শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার বিরোধ মীমাংসার জন্য স্থানীয় মজিদের বাড়িতে সালিস বৈঠক বসে।
নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসান আলী সাংবাদিকদের জানান, হিরণ শেখ ও মজিদ শেখের মধ্যে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। এবিষয়ে তারা সালিস বৈঠক আয়োজন করতে চাইলে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি অপারগত প্রকাশ করি। এলাকার লোকজনের অনুরোধে শান্তি শৃঙ্খলা রক্ষায় অল্প সংখ্যক লোক নিয়ে সালিসে বসি। সালিস চলাকালীন বহরপুর এলাকার বহিরাগত দুই যুবক এসে হামলা চালায়।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সালিস বৈঠকে মারামারি হয়েছে। এঘটনায় পুলিশ ফারুক শেখ, ফরহাদ শেখ, নিরু, শাহজাহান নামে চারজনকে আটক করেছে। তবে এখনও মামলা হয়নি। ভুক্তভোগীরা মামলা দিলে তা গ্রহণ করা হবে। লকডাউন উপেক্ষা করে শালিস বৈঠক আয়োজন করা সমীচিন হয়নি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন অল্প কয়েকজন লোক নিয়ে শালিস করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সালিস বৈঠকে হামলায় আহত ৮ ॥ আটক ৪

প্রকাশের সময় : ০৭:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

জনতার আদালত অনলাইন॥ করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় জেলা লকডাউন হলেও জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য শুক্রবার সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামে। সালিস বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে আটজন। আহতরা হলো রফিক শেখ, নুরজাহান বেগম, ইসলাম মোল্যা, রাসেল শেখ, হারুন শেখ, পান্না বেগম, নিরোজ মোল্যা ও হিরণ শেখ। এদের বাড়ি একই গ্রামে। তাদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিলালপুর গ্রামের হিরণ শেখ ও মজিদ শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার বিরোধ মীমাংসার জন্য স্থানীয় মজিদের বাড়িতে সালিস বৈঠক বসে।
নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসান আলী সাংবাদিকদের জানান, হিরণ শেখ ও মজিদ শেখের মধ্যে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। এবিষয়ে তারা সালিস বৈঠক আয়োজন করতে চাইলে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি অপারগত প্রকাশ করি। এলাকার লোকজনের অনুরোধে শান্তি শৃঙ্খলা রক্ষায় অল্প সংখ্যক লোক নিয়ে সালিসে বসি। সালিস চলাকালীন বহরপুর এলাকার বহিরাগত দুই যুবক এসে হামলা চালায়।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সালিস বৈঠকে মারামারি হয়েছে। এঘটনায় পুলিশ ফারুক শেখ, ফরহাদ শেখ, নিরু, শাহজাহান নামে চারজনকে আটক করেছে। তবে এখনও মামলা হয়নি। ভুক্তভোগীরা মামলা দিলে তা গ্রহণ করা হবে। লকডাউন উপেক্ষা করে শালিস বৈঠক আয়োজন করা সমীচিন হয়নি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন অল্প কয়েকজন লোক নিয়ে শালিস করেছেন।