কালুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৪৭০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি এলাকায় সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় হানিফ বিশ্বাস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মকবুল বিশ্বাসের ছেলে। এ ঘটনায় তার খালাতো ভাই রনি গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, হানিফ ও রনি মাঝবাড়িতে তার এক আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলেন। খালাতো ভাই রনির সাথে মোটরসাইকেলে করে বেড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই হানিফ মারা যায়। আহত হয় রনি।
কালুখালী থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Tag :