Dhaka ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় মুক্তিযোদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • / ১৫৪৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. চাঁদ আলী খানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা চাঁদ আলী খান পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।
স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা চাঁদ আলী খান বৃহস্পতিবার একাই বাড়িতে ছিলেন। দুপুরের দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। দীর্ঘ সময় অজ্ঞান অবস্থায় নিজ ঘরেই পড়ে ছিলেন তিনি। পরে জ্ঞান ফিরে এলে তার ডাকাডাকিতে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনা জানার পর মুক্তিযোদ্ধা চাঁদ আলীকে দেখতে পাংশা হাসপাতালে যান পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস প্রমুখ। তবে কী কারণে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুয়ারা সুমি জানান, আহত মুক্তিযোদ্ধা চাঁদ আলী খানের শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর আঘাত রয়েছে। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেনি। তবে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম আহত মুক্তিযোদ্ধার বাড়ি পরিদর্শন করে বলেন, ঘরের মধ্যে বিভিন্ন আসবাব ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে দুর্বৃত্তরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় মুক্তিযোদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৭:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. চাঁদ আলী খানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা চাঁদ আলী খান পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।
স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা চাঁদ আলী খান বৃহস্পতিবার একাই বাড়িতে ছিলেন। দুপুরের দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। দীর্ঘ সময় অজ্ঞান অবস্থায় নিজ ঘরেই পড়ে ছিলেন তিনি। পরে জ্ঞান ফিরে এলে তার ডাকাডাকিতে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনা জানার পর মুক্তিযোদ্ধা চাঁদ আলীকে দেখতে পাংশা হাসপাতালে যান পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস প্রমুখ। তবে কী কারণে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুয়ারা সুমি জানান, আহত মুক্তিযোদ্ধা চাঁদ আলী খানের শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর আঘাত রয়েছে। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেনি। তবে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম আহত মুক্তিযোদ্ধার বাড়ি পরিদর্শন করে বলেন, ঘরের মধ্যে বিভিন্ন আসবাব ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে দুর্বৃত্তরা।