রাজবাড়ীতে ১০ জয়িতাকে সম্মাননা
- প্রকাশের সময় : ০৯:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / ১৪১৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগিতায় রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সোমবার পাঁচ ক্যাটাগরিতে ১০ জন নারী জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোবাশ্বের হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামীমা আক্তার মুনমুন।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী এই পাঁচ ক্যাটাগরিতে রাজবাড়ী জেলার পাঁচজন ও সদর উপজেলার পাঁচজনকে সম্মাননা প্রদান করা হয়।