পাংশায় অস্ত্রগুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৯:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৬৬৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ধুলিয়াট গ্রামের একটি কবরস্থান থেকে দুইটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড গুলিসহ অনু খা (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। সে একই গ্রামের মোহম্মদ বক্কার খার ছেলে।
পাংশা থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে অনুকে আটক করা হয়। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। রাত ১১ টার দিকে তার দেখানো মতে ধুলিয়াট কবরস্থান থেকে দুটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পাংশা থানার ওসি মোহম্মদ আহসানউল্লাহ জানান, অনু একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরণ, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকান্ডের নানা অভিযোগে সাতটি মামলা আছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর রোববার রাজবাড়ী আদালত চালান করা হয়েছে।