রাজবাড়ীতে সড়ক পরিবহন আইন বিষয়ক লিফলেট বিতরণ
- প্রকাশের সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৮১০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের রেলগেট এলাকা থেকে প্রধান সড়কের বিভিন্ন স্থানে জেলা পুলিশের গণ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
“আইন মেনে চালাব গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী” এই স্লোগানে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে রাজবাড়ী জেলা পুলিশ সাধারন জনগণ ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে গণ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
সাধারন জনগন বলেন, নতুন এই আইনকে তারা স্বাগত জানান,তবে এর বাস্তাবায়ন পরিপূর্ণ করা হলে সকলের জন্য ভালো হবে। আর হেলমেট পরে গাড়ি চালালে তাদেরই জীবন রক্ষা পাবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শেখ শরীফ উজ জামান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন, আসাদুজ্জামান, সদর থানার ওসি স্বপন কুমার বিশ্বাস, জেলা ডিবি পুলিশের ওসি মোঃ ওমর শরীফ, সার্জেন্ট উৎপল বালা, জেলা ট্রাক মালিক সমিতির সহ-সম্পাদক দিদারুল হক হিরু প্রমূখ।
জেলা ট্রাক মালিক সমিতির সহ-সম্পাদক দিদারুল হক হিরু নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবী জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় কমিটি নতুন আইন নিয়ে সংবাদ সম্মেলন করবে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ বলেন, নতুন সড়ক পরিহন আইন চালক ও যাত্রীদের জন্য সাংঘর্ষিক। এ বোঝা মাথায় নিয়ে তারা যানবাহন চালাতে চাননা। দ্রুত সময়ে সরকার এ আইন সংষ্কার করবে বলে আশা করেন এবং তা সবার সহযোগীতায় বাস্তবায়িত হবে। রাজবাড়ীতে এখন পর্যন্ত যানবাহন চলাচলে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করেন নাই। তবে কেন্দ্রীয় কমিটি যানবাহন চলাচলে কোন প্রদক্ষেপ গ্রহন করলে তারা সেটি বাস্তবায়নের চেষ্টা করবেন। ৩ নং ফাইলের প্রথম বক্তা।
রাজবাড়ী পুলিশ সুপার মো ঃ মিজানুর রহমান বলেন, আইন প্রয়োগের চেয়ে বড় বিষয় হচ্ছে, জানমালের ক্ষয়ক্ষতি কমানো। চালকরা আইন মেনে গাড়ি চালালে আইন প্রয়োগের প্রয়োজন হবে না। জানমালের ক্ষয়ক্ষতি কমানোর উদ্দেশ্যে নতুন এ আইন করা হয়েছে। আইন মেনে চলার জন্য অনুরোধ সকলের প্রতি।