রাজবাড়ীতে গুজব প্রতিরোধে জেলা পুলিশের সচেতনতা সভা

- প্রকাশের সময় : ০৭:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
- / 672
জনতার আদালত অনলাইন ॥ গুজব প্রতিরোধে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক সভা করার কর্মসূচী নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান।
অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফজলুল করিম, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হাসান খান, সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দেশের বিভিন্নস্থানে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি গুজবে কান না দিতে সবাইকে আহ্বান করেন। এলাকায় কোন সন্দেহজনক মানুষকে দেখলে নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তাকে তুলে দিতে বলেন। এর আগে বুধবার বিকেলে একই বিষয়ে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।