Dhaka 5:32 pm, Sunday, 2 April 2023

গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 07:28:25 pm, Saturday, 25 May 2019
  • / 1426 জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী (২৫) কে ধর্ষণের অভিযোগে মোহন শেখ (৪২) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর গ্রামে মৃত আ. করিম শেখের ছেলে। এঘটনায় ধর্ষণের শিকার গৃহবধু নিজে বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।
ধর্ষণের শিকার গৃহবধু জানান, তার স্বামী কুয়েতে থাকায় পরিবারের গৃহস্থলীর সকল কাজকর্ম তাকেই করতে হয়। গত ১৮ মে বেলা ১১টার দিকে তিনি নিজের জমির ফসল তুলতে যায়। এসময় পাশের জমিতে কাজ করা মোহন শেখ তার ফসল তুলে দেয়ার কথা বলে কাছে আসে। গৃহবধু তাকে তার ফসল তুলে দিতে হবে না বললে মোহন শেখ তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। একপর্যায়ে তিনি চিৎকার করতে চাইলে লম্পট মোহন শেখ তার মুখ চেপে ধরে ওই মাঠের মধ্যেই তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে এবং এ ব্যাপারে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে তিনি বাড়িতে ফিরে স্বজনদের সাথে পরামর্শ করে ঘটনার তিনদিন পর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার রাতেই অভিযুক্ত ধর্ষক মোহন শেখকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতারকৃতকে রাজবাড়ীর আদালতে এবং গৃহবধুকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

প্রকাশের সময় : 07:28:25 pm, Saturday, 25 May 2019


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী (২৫) কে ধর্ষণের অভিযোগে মোহন শেখ (৪২) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর গ্রামে মৃত আ. করিম শেখের ছেলে। এঘটনায় ধর্ষণের শিকার গৃহবধু নিজে বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।
ধর্ষণের শিকার গৃহবধু জানান, তার স্বামী কুয়েতে থাকায় পরিবারের গৃহস্থলীর সকল কাজকর্ম তাকেই করতে হয়। গত ১৮ মে বেলা ১১টার দিকে তিনি নিজের জমির ফসল তুলতে যায়। এসময় পাশের জমিতে কাজ করা মোহন শেখ তার ফসল তুলে দেয়ার কথা বলে কাছে আসে। গৃহবধু তাকে তার ফসল তুলে দিতে হবে না বললে মোহন শেখ তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। একপর্যায়ে তিনি চিৎকার করতে চাইলে লম্পট মোহন শেখ তার মুখ চেপে ধরে ওই মাঠের মধ্যেই তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে এবং এ ব্যাপারে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে তিনি বাড়িতে ফিরে স্বজনদের সাথে পরামর্শ করে ঘটনার তিনদিন পর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার রাতেই অভিযুক্ত ধর্ষক মোহন শেখকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতারকৃতকে রাজবাড়ীর আদালতে এবং গৃহবধুকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।